Pages

Saturday, October 5, 2019

জাতীয় বিশ্ব্যবিদ্যালয়ে রিলিজ স্লিপে ভর্তির সুযোগ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ ভর্তি প্রক্রিয়ার ১ম মেরিট ও ২য় মেরিট দিয়ে দেয়া হয়েছে।যারা পেয়ে গেছেন চান্স এবং ভর্তি হয়ে গেছেন তাদের জানাই শুভেচ্ছা।তবে অনেকেই আছে ২য় মেরিটেও চান্স পায়নি।তবে চিন্তার কোনো কারন নেই।

আপনাদের জন্য রয়েছে রিলিজ স্লিপের চান্স।এখানে আপনারা আবার ইচ্ছেমত ৫ টি কলেজ চয়েস দিতে পারবেন এবং ইচ্ছে মত সাবজেক্ট দিতে পারবেন যেগুলো কলেজ অনুযায়ী দেখাবে।২য় মেরিটের ভর্তি শেষ হলেই ২০১৯ সাল অক্টোবরের ১৫ তারিখের পরে জাতীয় বিশ্ব্যবিদ্যালয়ে ওয়েবসাইটে রিলিজ স্লিপের নোটিশ এবং এপ্লাই শুরু হয়ে যাবে।এজন্য আলাদা ভাবে কিছু করা লাগবে না।১ম মেরিটে এপ্লাই এর মত একই ভাবে শুধু ১ টা কলেজের যায়গায় ৫ টা কলেজ সিলেক্ট করে সাবজেক্ট চয়েজ দেয়া লাগবে। সাবজেক্ট এবং কলেজ উভয়ই পছন্দের ক্রম অনুযায়ী এবং রেজাল্ট অনুযায়ী সাজিয়ে দিলে চান্স পেয়ে যাবেন আশা করি সবাই।
national University website
সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।

No comments:

Post a Comment